পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: খড়্গপুরে আইআইটিতে ছাত্রের রহস্যমৃত্যু। হোস্টেলের ঘর থেকে উদ্ধার করা হয়েছে ছাত্রের ঝুলন্ত দেহ। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আইআইটি ক্যাম্পাস চত্বরে। এটি আত্মহত্যা, নাকি খুন হয়েছেন ওই ছাত্র তা নিয়ে এখনও কোনও স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব হয়নি।
মৃতের নাম শাওয়ান মল্লিক। আইআইটির তৃতীয় বর্ষের ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া ছিল সে। বাড়ি কলকাতার কসবায়। মনে পাখির মতো এক ঝাঁক স্বপ্ন নিয়ে গিয়েছিলেন আইআইটি-তে পড়াশোনা করতে। কিন্তু স্বপ্নপূরণের আগেই ‘চিরঘুমে’ চলে গেল শাওয়ান।
ইতিমধ্যেই পড়ুয়ার মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয় থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহটিকে পাঠানো হবে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে, এমনটাই খবর পুলিশ সূত্রে।
রবিবার পড়ুয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন তাঁর বাবা-মা। হোস্টেলে ঢুকে তার ঘরের দরজা খুলতেই কার্যত জ্ঞানশূন্য হয়ে পড়েন মৃত পড়ুয়ার অভিভাবক। পায়ের তলা থেকে মাটি সরে যায়। চোখের সামনে স্পষ্ট দেখতে পান ছেলের ঝুলন্ত দেহ।
উল্লেখ্য, এমন ঘটনা প্রথম নয়। এর আগে গত বছর জুন মাসে খড়্গপুর আইআইটিতে একই ভাবে উদ্ধার হয় এক ছাত্রীর ঝুলন্ত দেহ। বায়োটেকনোলজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া ছিল সে। শিক্ষাপ্রতিষ্ঠানের একটি হল থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পড়ুয়ারা। হলের ছাদ থেকে গলায় ফাঁস দিয়ে ঝুলছিল দেহটি। এরপর এক বছর পেরনোর আগেই আরও একটি রহস্যমৃত্যু।
বছর বছর কেনই বা আইআইটিতে বাড়ছে আত্মঘাতীর সংখ্যা, সেই নিয়ে প্রশ্ন তুলেছে নাগরিক সমাজ। অতিরিক্ত পড়াশোনার চাপেই কি এমনটা ঘটছে? উঠছে প্রশ্ন।