কৃষ্ণনগর জেলা পুলিশ লাইনে এসআই’য়ের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১১ জানুয়ারি: কোতোয়ালি থানার কৃষ্ণনগর পুলিশ লাইনে একজন এসআই’য়ের মৃত্যু ঘিরে চাঞ্চল্য। এ দিন আনুমানিক সকাল ছ’টা নাগাদ স্থানীয়রা তার দেহ পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

তবে পুলিশ সূত্রে জানা যায়, এই এসআইয়ের নাম সুমিত কুমার ভক্ত, বয়স আনুমানিক ৩৭ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতার কারণে ভুগছিলেন তিনি। ওই ব্যক্তির বাড়ি মুর্শিদাবাদের বহরমপুরের কাছিম বাজার এলাকায়। তিনি চাপরা থানায় কর্মরত ছিলেন। কিন্তু পরবর্তী সময়ে স্থানান্তরিত করা হয় কৃষ্ণনগর সাইবার ক্রাইমে।

সূত্রের খবর, আজ তার কৃষ্ণনগর কোতয়ালি থানার সাইবার ক্রাইমে জয়েনিংয়ের প্রথম দিন ছিল, পাশাপাশি আজ তার জন্মদিনও ছিল। কিন্তু এমন মর্মান্তিক ঘটনায় শোকোস্তব্ধ হয়ে গেছেন গোটা পুলিশ মহল। বর্তমানে দেহটি ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে রয়েছে। তবে গোটা ঘটনার তদন্ত নেমেছে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *