জয় লাহা, দুর্গাপুর, ২৪ অক্টোবর: মেটরবাইক সার্ভিসিং করতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ যুবক। তিনদিন পর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হল জঙ্গলে। সোমবার ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল কাঁকসার গোপালপুর ভালুককোঁদা এলাকায়। খুনের অভিযোগ তুলেছে পরিবারের লোকজন।
পুলিশ সুত্রে জানা গেছে, মৃতের নাম পিন্টু বাউরি (৩৩), কাঁকসার রূপগঞ্জের বাসিন্দা। কাঁকসার বামুনাড়া শিল্পতালুকে একটি বেসরকারি কারখানায় কাজ করত। পরিবার সুত্রে জানাগেছে, মাস কয়েক আগে একটি মোটর সাইকেল কিনেছিল। গত ২১ অক্টোবর সকালে ওই মোটর সাইকেলের সার্ভিসিং করাতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল।
তার ভাগ্নি কয়েল বাউরি জানান, “ওইদিন পৌনে এগারোটা নাগাদ মামার সঙ্গে দেখা হয়েছিল। তখন মুচিপাড়া থেকে মলানদিঘি যাচ্ছিল। বাড়ি ফেরার কথা জিজ্ঞাসা করতেই বলল মলানদিঘিতে কাজ আছে, সেখান থেকে কিছুক্ষণের মধ্যে আসছি। তারপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি।”
পরিবারের লোকজনের দাবি, “ওইদিন আত্মীয়স্বজন সকলের বাড়ি খোঁজ নিয়েছিলাম। পাওয়া যায়নি। তারপর থানায় নিখোঁজ ডাইরি করা হয়।”
এদিকে সোমবার সকালে কাঁকসার ভালুককোঁদা গ্রামের কাছে রাস্তার পাশে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও পরিবারের লোকজন। মৃতদেহ শনাক্ত করে পরিবারের লোকজন। মৃতদেহের মুখ ভারি বস্তু দিয়ে থ্যাতলানো ছিল। পরিবারের লোকজনের দাবি, “ছেলেকে খুন করা হয়েছে। ঘটনায় দোষীদের খুঁজে বের করুক পুলিশ। এবং দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।”
স্থানীয় পঞ্চায়েত সদস্য পলাশ বাউরি জানান, “মৃতদেহ দেখে স্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে না। খুন করা হয়েছে বলে ধারণা। তাই ঘটনার তদন্ত হওয়া দরকার।”
যদিও তার নতুন মোটর বাইকটির কোনো হদিশ পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, “লিখিত অভিযোগ পাইনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”