পার্থ খাঁড়া, মেদিনীপুর, ২২ ডিসেম্বর: গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ থাকার পর বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরের জলে থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ওই ব্যক্তির নাম শ্রীকান্ত কপাট, বয়স ৩২ বছর, বাড়ি চন্দ্রকোনা এক নম্বর ব্লকের পরমান্দপুর গ্রামে।
জানা যায়, পরমানন্দপুরের বাসিন্দা শ্রীকান্ত কপাট(৩২) বুধবার সন্ধ্যে নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যান, কিন্তু তারপরে বাড়ি ফিরে আসেনি। বাড়ি না ফেরায় রাতেই পরিবারের সদস্যরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। বৃহস্পতিবার ভোর নাগাদ পরিবার ও পাড়ার লোকজন শ্রীকান্তর বাড়ি থেকে একটু দূরে এক পুকুরের জলে তাঁর মৃতদেহ ভাসতে দেখে। পুকুরের জল থেকে মৃতদেহ উদ্ধার করে পরিবার ও পাড়ার লোকজন। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

বাড়ির লোকজন খবর দেয় রামজীবনপুর ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে রামজীবনপুর ফাঁড়ির পুলিশ মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। যদিও শ্রীকান্তর কী কারণে মৃত্যু তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।

