আমাদের ভারত, আরামবাগ, ২৪ ডিসেম্বর: ঘরের মধ্যে থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে খানাকুল বাজার এলাকায়। মৃতদের নাম বিকাশ চাউরি(৩৮) সুমনা চাকুরি (২৮)।
জানা গেছে, আরামবাগ থানার পান্ডু গ্রামের বাসিন্দা ওই দম্পতি। কাজের সূত্রে ওই এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন স্বামী স্ত্রী। তাদের একটি বাচ্চা ছেলেও রয়েছে। স্বামী বিকাশ চাউড়ি সোনার দোকানে কাজ করতেন। মঙ্গলবার সকালে বাড়িতে কোনো সাড়া না পাওয়ায় এলাকাবাসীদের সন্দেহ হয়। এরপর পুলিশকে খবর দিলে। পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে দেখেন বিকাশ চাউড়ি মেঝেতে পড়ে ও তার স্ত্রী পাখাতে গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে। পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে। শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয় স্বামীর আর সেই শোকে স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে প্রাথমিক ভাবে অনুমান এলাকার বাসিন্দাদের।
তাদের বছর ছয়েকের ছেলে সেদিন আত্মীয়ের বাড়িতে ছিল। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ।