Body, Diamond harbour, হাসপাতাল থেকে নিখোঁজ, ৩ দিন পর নয়ানজুলিতে উদ্ধার বৃদ্ধের দেহ

আমাদের ভারত, ১৬ নভেম্বর: তিনদিন ধরে নিখোঁজ ছিলেন বৃদ্ধ। হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। অবশেষে শনিবার রাতে একটি নয়ানজুলি থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারে। তীব্র চাঞ্চল্য এলাকায়।

জানা গিয়েছে, মৃত বৃদ্ধর নাম আরজেদ আলি ফকির। বয়স ৭৩। তিনি মগরাহাটের বাসিন্দা। শারীরিক অসুস্থতা নিয়ে প্রথমে তাঁকে ভর্তি করা হয় মগরাহাট হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি ঘটলে নিয়ে যাওয়া হয় ডায়মন্ড হারবার হাসপাতালে। ৬ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করে তাঁর ছেলে তাহির আলি। সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। বৃদ্ধের মানসিক অবস্থা ঠিক ছিল না বলে জানা গিয়েছে।

এই অবস্থায় ১১ নভেম্বর হাসপাতাল থেকে নিখোঁজ হয়ে যান আরজেদ। থানায় নিখোঁজ অভিযোগ করে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের সঙ্গে কথা বলেন বৃদ্ধর ছেলেও। তদন্তে নামে পুলিশ। কিন্তু খোঁজ মিলছিল না। অবশেষে ডায়মন্ড হারবারেরই একটি নয়ানজুলি থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *