আমাদের ভারত, নদিয়া, ১৬ সেপ্টেম্বর: নদিয়ার শান্তিপুর থানার কন্দখোলা এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার করলো পুলিশ। আর এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার সকালে শান্তিপুর থানার কন্দখোলা বাইপাস এলাকায় রাস্তার পাশে এক ব্যক্তির দেহ দেখতে পায় স্থানীয় মানুষজন। পরে স্থানীয়রা শান্তিপুর থানায় বিষয়টি জানালে, ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, আজ সকাল ৭টা নাগাদ জানতে পারেন যে ১২ নম্বর জাতীয় সড়কের কন্দখোলা এলাকায় জাতীয় সড়ক থেকে ঢিল ছোরা দূরত্বে একটি ঝোপে পড়ে রয়েছে এক ব্যক্তির মৃতদেহ। যদিও ওই ব্যক্তির নাম পরিচয় জানা সম্ভব হয়নি। পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায়। তবে এটি কি দুর্ঘটনা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য তা জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

