সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া: ৩০ অক্টোবর: পূর্ণবয়স্ক এক চিতাবাঘ বা লেপার্ডের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে বাঁকুড়ার বাঁকাদহ রেঞ্জের পচাডহরা সহ সন্নিহিত এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই জঙ্গলে মৃত বাঘটির সঙ্গিনী লুকিয়ে থাকতে পারে বলে অনুমান করছে বন দপ্তর।যার জেরে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। চিতাটির খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে বনদপ্তর।
বিষ্ণুপুর বন বিভাগের বাঁকাদহ রেঞ্জের উপরশোল বিটের পচাডহরা এলাকায় ঘটনাটি ঘটেছে। বাঁকাদহ-জয়রামবাটি সড়কের পাশ থেকে পূর্ণবয়স্ক পুরুষ চিতার মৃতদেহ উদ্ধার হয় বৃহস্পতিবার রাতে। স্থানীয় অধিবাসীরা রাস্তায় পড়ে থাকা মৃত চিতাটিকে দেখে খবর দেন বন দফতরকে। এই খবর পেয়ে বনদপ্তরের আধিকারিক ও কর্মীরা ঘটনাস্থলে যান। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর পাঞ্চেত বনবিভাগে পাঠায়। চিতাটির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন ছিল। এতে বনকর্মীদের প্রাথমিক অনুমান, দ্রুতগামী কোনও গাড়ির ধাক্কাতে চিতাটির মৃত্যু হয়ে থাকতে পারে। এই এলাকায় প্রথম চিতার উপস্থিতি জানা যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বন কর্মীদের মতে, যেহেতু মৃত চিতাটি পূর্ণবয়স্ক পুরুষ, তাই তার সঙ্গিনী আশপাশের জঙ্গলে থাকতে পারে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখে রাতেই বন কর্মী ও আধিকারিকরা এলিফ্যান্ট স্কোয়াডের ১৫ জন সদস্যকে নিয়ে জঙ্গলে রাতভর তল্লাশি চালায়। অন্য চিতাটির দেখা না মিললেও বন কর্মীরা জঙ্গলে চিতার একাধিক পায়ের ছাপও পেয়েছেন। এই পায়ের ছাপ মৃত চিতাটির না তার সঙ্গীনির তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে চিতার মৃত দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় কৌতুহলী জনতার ভিড় জমে যায়। এই ঘটনায় বন দফতর নিশ্চিত হয়েছে যে বাঁকুড়ার জঙ্গলে চিতাবাঘ রয়েছে। বন দফতরের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার ওপর জোর দেওয়া হয়েছে।

