জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ ফেব্রুয়ারি: রবিবার রাতে এক সিভিল কন্ট্রাক্টরের মৃতদেহ উদ্ধার হয়েছে খড়গপুর লোকাল থানার বুড়ামালা এলাকা থেকে। গতকাল রাতে স্থানীয় মানুষজন মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতের নাম অরবিন্দ সিংহ রায়, বাড়ি শালবনী থানা এলাকায়। শালবনি টাকশালের ঠিকাদার ছিলেন তিনি।

পরিবার সুত্রে জানা যায়, গতকাল দুপুরে টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে মেদিনীপুর যাচ্ছে বলে বাড়ি থেকে বেরোয়। রাতে বাড়িতে খবর যায় ছেলে মারা গেছে। পরিবারের অভিযোগ, অরবিন্দ সিংহ রায়কে খুন করা হয়েছে। খড়গপুর লোকাল থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

