আমাদের ভারত,ডায়মন্ড হারবার,৮ নভেম্বর,
অজ্ঞাত পরিচয় এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিন ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার চাঁদ নগর ঘোষপাড়া এলাকায়। রবিবার সন্ধ্যায় স্থানীয় মানুষজন রক্তাক্ত অবস্থায় ঐ যুবককে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। তারাই পুলিশকে খবর দিলে ডায়মন্ড হারবার থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। যুবকের দেহে ধারাল অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান খুন করে ফাঁকা রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে যুবককে। তবে এই ঘটনার পিছনে কে বা কারা রয়েছে সেবিষয়ে তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। পাশাপাশি যুবকের নাম, পরিচয় জানারও চেষ্টা করছে পুলিশ।