জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ সেপ্টেম্বর: মেদিনীপুর শহরের সাহেবচক এলাকার একটি পুকুর থেকে আজ সকালে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওই এলাকার বাসিন্দা হরেকৃষ্ণ পাল (৭৪) পুকুরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যান। গতকাল দুপুর থেকে বহু খোঁজাখুঁজির করার পরও তার কোনও সন্ধান পায়নি বাড়ির লোকজন।
আজ শুক্রবার সকাল সাড়ে সাতটা নাগাদ শহরের মতিঝিল পুকুরে তার দেহটি ভেসে ওঠে স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে মেদিনীপুর কোতোয়ালি থানায় খবর
দেন। কিছুক্ষণ পর ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত জন্য পাঠায়।