আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ২০ আগস্ট: বাসন্তীর হোগল নদীতে উল্টে গেল যাত্রী বোঝাই নৌকা। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তীর হোগল নদীর পুরন্দরের মুখ এলাকার, ছয় নম্বর সোনাখালিতে। এই ঘটনায় এখনও পর্যন্ত তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানাগেছে।
এদিন সকালে বাসন্তীর ছয় নম্বর সোনাখালি গ্রাম থেকে জনা কুড়ি যাত্রী নৌকায় চেপে ক্যানিংয়ের গোলাবাড়িতে গিয়েছিলেন। সেখানে এক নিকট আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ফেরার পথেই দুর্ঘটনা ঘটে। নৌকায় চেপে যখন তারা ফিরছিলেন তখন নদীতে প্রবল হাওয়ায় টাল সামলাতে না পেরে উল্টে যায় নৌকাটি। ঘটনায় রেশমা মোল্লা নামে বছর তিনেকের এক শিশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। আরও দুজন নিখোঁজ রয়েছেন। বাকিদের উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ও বাসন্তী ব্লকের বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছে।