BLO, Rampurhat, ডাটা এন্ট্রি থেকে অব্যাহতি চেয়ে রামপুরহাটে বিক্ষোভ বিএলওদের

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৭ নভেম্বর: এস আই আর ফর্মের নতুন করে ডাটা এন্ট্রির দায়িত্ব চাপিয়ে দেওয়ার প্রতিবাদে বিডিও-র কাছে বিক্ষোভ দেখালেন বিএলও-রা। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকে।

সোমবারর রামপুরহাট ১ নম্বর ব্লকের বিডিও অফিসের সামনে অবস্থান বিক্ষোভে বসেন রামপুরহাট এলাকার বিএলও -রা। বিক্ষোভকারীদের দাবি, বহু বিএলও ডাটা এন্ট্রির কাজে অনভিজ্ঞ। তাছাড়া অনেকের কাছেই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নেই। প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাসকারী বিএলও’দের ইন্টারনেট পরিষেবা উপলব্ধ নেই। সুতরাং অভিজ্ঞ ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করে এসআইআর ফর্ম এন্ট্রি করা হোক। এই রকম চার দফা দাবিতে এদিন রামপুরহাট ১ বিডিওর দ্বারস্থ হন রামপুরহাট এলাকার বিভিন্ন বুথের বিএলও-রা। তারা সেখানে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ শুরু করেন। পরে তারা বিডিও-র কাছে চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেন।

বিএলও বলরাম চট্টোপাধ্যায়, অর্পণ সেন, রজক আলি, ভবতারণ মালরা বলেন, “আমাদের যখন এস আই আর নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল তখন বলা হয়েছিল ফর্ম বিতরণ এবং সংগ্রহের কথা। অল্প সময়ের মধ্যেই ওই কাজ করতেই হিমশিম খেয়ে যাচ্ছি। এখন নতুন করে ডাটা এন্ট্রি করার দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে। যেটা আমরা পারব না। কারণ ওই বিষয়ে আমরা প্রশিক্ষিত নই। তাছাড়া সকলের অ্যান্ড্রয়েড ফোন নেই। ফোন থাকলেও গ্রামাঞ্চলে নেটওয়ার্ক থাকে না। ফলে আমাদের ডাটা এন্ট্রির কাজ থেকে অব্যাহতি দেওয়া হোক। সেটাই বিডিওকে জানাতে এসেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *