পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: মঙ্গলবার সাতসকালে বেনাপুর রাজ্য সড়কের পাশে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। গলা কেটে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অনুমান পুলিশের।

পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত রায় কিশোরী এলাকায় বেনাপুর রাজ্য সড়কের ঠিক পাশ থেকেই উদ্ধার হয় ওই ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খড়্গপুর গ্রামীন থানা এলাকায়। পুলিশের অনুমান প্রথমে ওই ব্যক্তিকে গলা কেটে খুন করে তারপর তার মাথা থেঁতলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। মৃত ব্যক্তির দেহের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি মদের বোতল, রক্ত মাখা বড় পাথর এবং তার পকেট থেকে উদ্ধার হয়েছে খুচরো পয়সা। তবে মৃত ব্যক্তির পরিচয় জানতে তদন্ত চলাচ্ছে খড়্গপুর গ্রামীন থানার পুলিশ। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় খড়্গপুর গ্রামীন থানাতে।

