সাথী দাস, পুরুলিয়া, ১৪ জানুয়ারি: পুরুলিয়ায় দুষ্কৃতীদের হাতে গুলিবিদ্ধ সিপিএম নেতা কৃষ্ণপদ টুডু। ঘটনাটি ঘটে গতকাল সন্ধ্যেয় তার গ্রামের বাড়ি বান্দোয়ান থানার কুচিয়া গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গরজুড়ি গ্রামে। গ্রামে ঢোকার ৫০০ মিটার দূরে একটা ফাঁকা জায়গায় ওই সিপিএম নেতাকে গুলি করেন দুষ্কৃতীরা। ওই সময় সিপিএম নেতা দলীয় কার্যালয়ে মিটিং ছেড়ে বাড়ি ফিরছিলেন বলে জানা যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তৈরি হয় আতঙ্কের পরিবেশ। কারণ অতীতে বান্দোয়ান অঞ্চলটি ছিল মাওবাদীদের আঁতুর ঘর। বহু নাশকতা ঘটনার সাক্ষী এখানকার মানুষ। গতকালের ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছে আবার কি তাহলে সেই পুরনো আতঙ্ক ফিরে আসছে? সেই নিয়েই গ্রামবাসীরা এখন আতঙ্কিত।

অন্যদিকে আজ সকাল থেকেই গ্রামের প্রতিটি পুরুষ এবং মহিলা মিলে একসঙ্গে বসে মিটিং করেন কিভাবে গ্রামকে সুরক্ষিত রাখা যায়। গ্রামের পরিবেশ রয়েছে থমথমে। যদিও এই গুলির ঘটনায় এখনো ধোঁয়াশা রয়েছে কেন এই সিপিএম নেতাকে গুলিবিদ্ধ হতে হল? বিষয়টি নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন এবং গ্রামবাসীদের সহায়তায় তিনজন দুষ্কৃতিকে গ্রেপ্তার করেছেন। কারা এই দুষ্কৃতী? মাওবাদীদের সঙ্গে যোগাযোগ আছে নাকি কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট দুষ্কৃতি সে নিয়ে তদন্ত করছে পুলিশ। গ্রামবাসীরা চাইছেন এই ঘটনার পিছনে কোনও বড় মাথা রয়েছে কি না তা খু্ঁজে বের করুক পুলিশ। ঘটনার প্রতিবাদে বান্দোয়ান, পুরুলিয়া শহরের রাঘবপুর মোড়ে পথ অবরোধ করে ডিওয়াইএফআই। গোশালা মোড় ও কেতিকায় বিক্ষোভ দেখায় সিপিএম।


