পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৮ আগস্ট: তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানেও রক্ত ঝড়লো বালুরঘাটে। কলেজ ছাত্রীদের শ্লীলতাহানি করার অভিযোগে দুই পক্ষের সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি শহরের কলেজ মোড় এলাকায়। মাথা ফেটে গুরুতর আহত হয়েছে আরিয়ান অধিকারী নামে এক কলেজ ছাত্র তথা তৃণমূল ছাত্রপরিষদের ইউনিয়ন সদস্য। শনিবার বিকেলে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাটে। যদিও পরে বালুরঘাট থানার পুলিশ পৌঁছে স্বাভাবিক করেছে পরিস্থিতি। এদিকে পুরো ঘটনা নিয়ে আক্রান্ত ছাত্র সহ মোট ১৫ জনের বিরুদ্ধে গণ অভিযোগ দায়ের করেছেন কলেজের ছাত্র ছাত্রীরা। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ।
জানা গেছে, শনিবার বালুরঘাট কলেজ ইউনিটের তরফে পৌরসভার নিজস্ব ভবনে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একটি ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন জেলা যুব তৃণমূল সভাপতি অম্বরিশ সরকার, শহর যুব সভাপতি প্রীতম রাম মন্ডল সহ অন্যান্য তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বরা। ভার্চুয়াল সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন সময়ে আচমকা কিছু ছাত্রদের মধ্যে শুরু হয় মারামারি। লাঠি, চেয়ার ও লোহার রড নিয়েই চলে তুমুল মারামারি। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। মাথা ফেটে রক্তাক্ত হয় এক কলেজ ছাত্র। যে খবর পেয়েই এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার বিরাট পুলিশ বাহিনী। অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন সময়ে আরিয়ান অধিকারী সহ বেশকিছু ছেলেরা পেছনে বসে থাকা কিছু মেয়েদের কটুক্তি ও শ্লীলতাহানি করছিল। কিছু ছাত্র ছাত্রী যার প্রতিবাদ করতেই শুরু হয় উভয়পক্ষের মধ্যে মারামারি। ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় আরিয়ান অধিকারীকে ভর্তি করা হয় বালুরঘাট হাসপাতালে। যদিও এই ঘটনার জন্য তৃণমূলের তরফে বিজেপিকেই দায়ী করা হয়েছে।
আহত ছাত্র আরিয়ান অধিকারী জানান, তিনি কলেজ ছাত্র এবং সক্রিয়ভাবে তৃণমূল ছাত্র সংগঠনের সাথে যুক্ত রয়েছেন। এদিন পৌরসভার ভেতরে ৫ টাকার ডিম ভাত খেতে গিয়েছিলেন। সেখনেই কলেজের বেশকিছু ছেলে তাদের উপর চড়াও হয়।
বালুরঘাট কলেজ ইউনিটের তরফে সুরজ দাস জানিয়েছেন, অনুষ্ঠান চলাকালীন বেশকিছু বহিরাগতরা পেছনের দিকে বসে থাকা মেয়েদের কটুক্তি করছিল। ঘটনার প্রতিবাদ করতেই তাদের উপর চড়াও হয়েছে।
জেলা যুব সভাপতি অম্বরিশ সরকার জানিয়েছেন, তৃণমূলের অনুষ্ঠান ভন্ডুল করতে বিজেপি চক্রান্ত করে এমন গণ্ডগোল পাকিয়েছে।
বিজেপির যুব নেতা অভিষেক সেনগুপ্ত জানিয়েছেন, গোষ্ঠী কোন্দলের জন্যই এদিন গণ্ডগোল হয়েছে। রক্ত ঝড়েছে তৃণমূল ছাত্রপরিসদের এক সদস্যের।