কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ মে :
জহর সাঁতরার মৃত্যু দিনে রবিবার সিপিএম নেতা জহর সাঁতরার স্মরণে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ঘাটাল ব্লক এরিয়া কমিটি উদ্যোগে হয়। ২০০৭ সালের ১৭ মে দলীয় কর্মসূচি থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় জনপ্রিয় সিপিএম নেতা জহর সাঁতরার। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় দলের তরফে।
এবছরও সামাজিক দূরত্ব বিধি মেনেই দলীয় কর্মী, সমর্থক, সাধারণ মানুষ রক্তদান করেন। সকাল থেকে ১০০জন মানুষ রক্ত দেওয়ার জন্য এলেও, মেদিনীপুর ব্লাড ব্যাঙ্ক ৭০ জনের বেশি রক্ত নিতে পারেনি। কমিটির পক্ষে উত্তম মন্ডল, অশোক সাঁতরা সমস্ত রক্ত দাতাদের অভিনন্দন জানিয়েছে।