অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৩ আগস্ট:
বর্ষাকালে চাষাবাদ শুরু হয়েছে জোরকদমে। এমতাবস্থায়, গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের রক্তের সঙ্কট কমাতে এগিয়ে এলো বর্ণরৈখিক ভাষা গ্রুপ আমারকার ভাষা আমারকার গর্বের সদস্যরা পাড়ায় পাড়ায় রক্তদান উৎসব করার উদ্যোগ নিয়েছে।
রবিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-২ নং ব্লকের গোয়ালমারাতে গত ১ আগস্ট পথ দুর্ঘটনায় মৃত আমারকার ভাষা আমারকার গর্বের সুবর্ণরৈখিক পরিবারের সদস্য মণিময় সাউর স্মৃতির উদ্দেশ্যে টিম সুবর্ণ গোয়ালমারার উদ্যোগে রক্তদান উৎসবের আয়োজন করেছিলো। যেখানে ৬১ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানে যুবকদের উৎসাহ ছিলো চোখে পড়ার মতন।
একজন প্রতিবন্ধী যুবকও এদিন স্বেচ্ছায় রক্তদান করেন। তাকেও গ্রুপের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।
পাশাপাশি কিছুদিন আগে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে বিশাখাপত্তনমের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু রাজীব রাউতের পরিবারের হাতে সুবর্ণরেখা পরিবারের টিম সুবর্ণ মহিসুরের দেওয়া চল্লিশ হাজার টাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আমারকার ভাষা আমারকার গর্ব সুবর্ণরৈখিক পরিবারের টিম সুবর্ণ গোয়ালমারার সদস্যরা।