প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৭তম প্রয়াণ দিবসে ঘাটালে রক্তদান কর্মসূচি জাতীয় কংগ্রেসের

আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ অক্টোবর:
ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ৩৭ তম প্রয়াণ দিবস মর্যাদার সাথে পালন করল ঘাটালের জাতীয় কংগ্রেস দলের কর্মীরা। এই দিনটিকে স্মরণ করে ঘাটাল বসন্তকুমারী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ঘাটাল মহকুমা কংগ্রেসের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ৩৫জন রক্তদান করেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতৃত্ব কৌশিক গোস্বামী। পতাকা উত্তোলনের মাধ্যমে রক্তদান শিবির শুরু হয়। পতাকা উত্তোলন করেন জাতীয় কংগ্রেসের বর্ষিয়ান নেতা জগন্নাথ গোস্বামী। ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। রক্তদান শিবিরের পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি বিল এবং শ্রম বিল বাতিলের দাবিতে গণস্বাক্ষর সংগ্রহ করে কংগ্রেস। এদিনের কর্মসূচিতে ছিলেন কংগ্রেস নেতৃত্ব জগন্নাথ গোস্বামী, অশোক সেনগুপ্ত বিভূতিভূষণ মহাপাত্র সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *