গোপাল রায়, আরামবাগ, ১১ এপ্রিল: রক্তের সংকট কাটাতে হুগলির গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ থানার ব্যবস্থাপনায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আরামবাগ থানার অন্তর্গত গৌরহাটি মোড়ে এই রক্ত দান শিবির হয়। এদিন এই রক্তদানে থানার পুলিশ ও সিভিক ভলান্টিয়ার ছাড়াও শামিল হন সাধারণ মানুষ। মোট ৫০ জন এদিন রক্ত দান করেন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিল আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক নির্মল কান্তি দাস, আরামবাগ থানার আইসি পার্থসারথী হালদার, আরামবাগের বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা, আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী।