অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৭ অক্টোবর:
করোনার এই সংকটময় পরিস্থিতিত জেলা হাসপাতালগুলিতে চলছে রক্তের সংকট। এবার সেই রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো “সেন্ট ফিল্ড ইকোনমিক ক্লাবে” সদস্যরা। শনিবার গোপীবল্লভপুরের চেকপোস্টে গোপীবল্লভপুর সুপার স্পেশালিট হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় ৫০ জন সেচ্ছায় রক্তদান করলেন।আজকের এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানা এসআই দূর্বাদল হালদার, বিশিষ্ট সমাজসেবী সত্যকাম পট্টনায়েক সহ আরো অনেকে।
এদিন রক্তদাতাদের উৎসাহ দিতে নিজেই রক্ত দান করলেন গোপীবল্লভপুর থানার এসআই দূর্বাদল হালদার। তিনি বলেন রক্তদান একটি মহান কাজ তাই রক্ত দাতাদের উৎসাহ দিতে আমি নিজে রক্তদান করলাম। এই মুহূর্তে এই উদ্যোগ আরো বেশি করে নিতে হবে যাতে আরও বেশি করে মানুষের প্রাণ বাঁচানো যাবে, রক্তের সংকটে কোনও মানুষকে প্রাণ হারাতে হবে না।