পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জুলাই: ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ওড়গঞ্জ শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ পাঠচক্রের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার।
জানা গিয়েছে, এই রক্তদান শিবিরে মহিলা এবং পুরুষ মিলিয়ে মোট ৩৫ জন রক্তদাতা রক্ত দান করেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ডঃ মোহান্তি ছড়া, সন্ন্যাসী চরণ ঘোষ, দীপঙ্কর নিয়োগী, সুধাময় সাঁতরা, প্রসেনজিৎ কুণ্ডু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন শ্রীরামকৃষ্ণের প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় রক্তদান শিবির।