আমাদের ভারত, ব্যারাকপুর, ১৮ জুলাই: খড়দহ আর্টিস্ট গ্রুপ ও বসুন্ধরা জনকল্যান ট্রাস্টের যৌথ উদ্যোগে খড়দহে কলত্র অনুষ্ঠান গৃহে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। এই রক্তদান অনুষ্ঠানে খড়দহের অনেক গুণী শিল্পী সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ রক্ত দান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী অধ্যাপক ড. কল্যাণ চক্রবর্তী মহাশয়, খড়দহ আর্টিস্ট গ্রুপের সম্পাদক প্রসেনজিৎ ঘটক ও বসুন্ধরা জনকল্যাণ ট্রাষ্ট্রের উদ্যোক্তামহাবীর ব্যানার্জি।
খড়দহের নতুন ও পুরনো শিল্পী, গায়ক,গায়িকা, বাচিকশিল্পী ও নাট্য শিল্পীদের নিয়ে তৈরি এই খড়দহ আর্টিস্ট গ্রুপ অনেক দিন ধরেই খড়দহে সেবামূলক কাজ করে আসছে। গত ১০ ও ১১ জুলাই ইয়াস ঝড়ে বিপর্যস্ত পূর্ব মেদিনীপুরে খড়দহ আর্টিস্ট গ্রুপ মেডিকেল ক্যাম্প ও নরনারায়ণ সেবার আয়োজন করেছিল যেখানে ডাক্তারি পরিষেবা সহ ফ্রি ওষুধ ও খাদ্য সামগ্রী তুলে দেয়া হয় গৃহহীন মানুষদের হাতে। এছাড়াও করোনার লকডাউনে প্রত্যেক শনি ও রবিবার খড়দহের দুঃস্থ মানুষদের হাতে শুকনো প্রয়োজনীয় খাবার তুলে দেওয়ার কাজ করে এসেছে খড়দহ আর্টিস্ট গ্রুপ।

আর আজ “রক্তদান জীবন দান” এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে রক্তদান শিবিরের যে উদ্যোগ নেওয়া হয়েছিল। খড়দহ আর্টিস্ট গ্রুপের শিল্পী সদস্য ও সেবা সমিতির কার্যকর্তা পিনাকী চ্যাটার্জি জানিয়েছেন আগামী দিনে এই ধরনের কার্যক্রমকে সাধারণ মানুষের স্বার্থে তাঁরা আরও বেশি করে এগিয়ে নিয়ে যাবেন।

