পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২১ নভেম্বর: ব্লাড ব্যাঙ্কের রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের শান্তিনগর কলোনিতে কালীপুজো কমিটির উদ্যোগে মন্দির প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় ৪০ জন রক্তদাতা রক্তদান করেছেন বলে পুজো কমিটির তরফে জানানো হয়েছে।

এদিন এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার চঞ্চল সিং, চন্দ্রকোনারোড বিড হাউসের আইসি তপন মাইতি, ট্রাফিক ওসি অমর ছেত্রী। পুজো কমিটির তরফে উপস্থিত ছিলেন দীপাঞ্জন গণ, দেবু মিস্ত্রী, তারা বিশ্বাস, মান্তু মন্ডল, ভরত অধিকারী, সন্তু দাস সহ অন্যান্য পুজো কমিটির সদস্যরা। এদিন কালী মায়ের আরাধনার পাশাপাশি অন্ন ভোগের আয়োজন করা হয়েছে বলে পুজো কমিটির তরফ থেকে জানানো হয়।

