গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৩ এপ্রিল: রক্তের সংকট মেটাতে হুগলী রুরাল পুলিশের উদ্যোগে গোঘাট থানার ব্যবস্থাপনায় এক রক্তদান শিবিরের আয়োজন করা। এই রক্তদান শিবিরে পুলিশ ও সিভিক ভলান্টিয়ার ছাড়াও সামিল হন বহু সাধারণ মানুষ।
উল্লেখ্য, লকডাউনের জেরে আরামবাগ মহকুমা ব্লাড ব্যাঙ্কে রক্তের সংকট দেখা দেওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানাগেছে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক নির্মল কুমার দাস, আরামবাগের সিআই অমিতাভ সান্যাল, গোঘাট থানার ওসি ছাড়াও আরো অনেকে।