Blood donation, Chandrakona, চন্দ্রকোনা রোড বিলা বিদ্যাসাগর শিক্ষা নিকেতনের উদ্যোগে রক্তদান শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ জানুয়ারি: ব্লাড ব্যাঙ্কে রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে এবং স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড বিলা বিদ্যাসাগর শিক্ষা নিকেতনের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

জানা গিয়েছে, এই রক্তদান শিবিরে মহিলা ও পুরুষ মিলিয়ে মোট ৫০ জন রক্ত দাতা রক্ত দান করেন। এদিন রক্তদানের পাশাপাশি স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। আগামী দু’দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে বলে বিদ্যালয়ের তরফে জানানো হয়েছে।

এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করেন নয়াবসত পার্বতীময়ী শিক্ষানিকেতনের শিক্ষক গুণধর ঘোষ, স্থানীয় বিশিষ্ট সমাজসেবী রাজীব ঘোষ, শ্যামল বোস, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৌশিক বোস সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *