আশিস মণ্ডল, আমাদের ভারত, রামপুরহাট, ২৭ জানুয়ারি: ‘দানের সেরা রক্তদান, রক্ত দিয়ে প্রাণ বাঁচান’। এই স্লোগানকে মূল মন্ত্র করে প্রজাতন্ত্র দিবসে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন রামপুরহাট শহরের ৮ নম্বর ওয়ার্ডের প্রান্তিক পাড়া ও চামরাগুদাম পাড়ার শেরা শেখ, হীরা শেখ, সাবির শেখ, চন্দন শেখদের মতো কয়েকজন যুবক।
বীরভূমের রামপুরহাট বাস স্ট্যান্ডে আয়োজিত ওই শিবিরে ১৫১ জন রক্তদান করেন। তার মধ্যে মহিলা ডোনার ছিলেন ৫ জন। বিশেষ করে শিবিরে ১৮ থেকে ২৪ বছরের প্রথম রক্তদাতা ছিলেন ২৮ জন। ১৮ থেকে ৩০ বছর বয়সের নিয়োমিত রক্তদাতা ছিলেন ৩২ জন। ওয়েস্ট বেঙ্গল ভ্যালান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির তত্ত্বাবধানে বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দোপাধ্যায়, রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক গোবিন্দ সিকদার, বাংলা সংস্কৃতি মঞ্চের জেলা সভাপতি রাজকুমার ফুলমালি, বীরভূম ভলান্টারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি আমজাদ আলী, বাংলা সংস্কৃতি মঞ্চের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি আমিনুল শেখ, বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের জেলা সহ সম্পাদক পিন্টু শেখ।
পিন্টু বলেন, “শিবিরে আমরা ২৮ জন যুবককে স্বেচ্ছায় রক্ত দিতে পেরেছি। এটাই আমাদের সাফল্য।”

