Blood donation camp, Jyotigobra village, ঝাড়গ্রামের জ্যোতিগোবরা গ্রামে সরস্বতী পুজো উপলক্ষ্যে রক্তদান শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৩ ফেব্রুয়ারি: ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের জ্যোতিগোবরা গ্রামের জ্যোতিগোবরা ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজো ও মিলন উৎসব এবার ১৭তম বর্ষে পদার্পণ করলো। এই মিলন উৎসব করে নানা ক্রীড়া, সামাজিক কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উদ্যোক্তাদের পক্ষ থেকে।

গত বছর থেকে এই উৎসবের অঙ্গ হিসেবে সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ আমারকার ভাষা আমারকার গর্ব- এর সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে রক্তদান শিবির। মঙ্গলবারবার পূজা মন্ডপ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এবারের রক্তদান শিবির। এই শিবিরে ৭ জন মহিলা ও একজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি সহ মোট ৩৭ জন রক্তদাতা রক্তদান করেন।

শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক প্রসেনজিৎ পৈড়া, সভাপতি রূপেশ দে সহ অন্যান্য সদস্যরা। সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ পাল, সুদীপ কুমার খাঁড়া, কিশোর কুমার রক্ষিত, সমীর দন্ডপাট, উত্তম কুইলা, সমীর রাউৎ সহ অন্যান্যরা। রক্ত সংগ্রহ করেন গোপীবল্লভপুর হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *