কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ এপ্রিল: লকডাউনে রক্তের সংকট দেখা দিয়েছে ঘাটাল মহকুমা হাসপাতালে। সেই সংকটে রক্ত দিতে এগিয়ে এল চন্দ্রকোনা শহর ৫ নং ওয়ার্ড এবং ১ নং ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেস। রক্তের হাহাকার থেকে মানুষ কে বাঁচাতে শিবির করা হয়। ২৭ জন রক্ত দেন। তার মধ্যে মহিলা ৪জন রক্ত দেন। উপস্থিতি ছিলেন পুরপিতা অরুপ ধাড়া, সরিফুল ইসলাম। মেদিনীপুর ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর সহযোগিতায় ঘাটাল হাসপাতালের ব্লাড ব্যঙ্ক রক্ত সংগ্রহ করে। সরকারি সকল স্বাস্থ্যবিধি মেনে রক্ত দান করায় ডাক্তাররাও খুশি।