সাথী প্রামানিক, পুরুলিয়া, ১১ মে: পুরুলিয়া জেলায় রক্তের যোগান দেওয়া অব্যাহত রাখল পুলিশ। সোমবার রঘুনাথপুর মহকুমা পুলিশের পক্ষ থেকে একটি শিবিরে ৫০ ইউনিট রক্ত দান করা হল। রঘুনাথপুর মহকুমার অন্তর্গত পাড়া থানা এলাকার একটি কমিউনিটি হলে ওই রক্তদান শিবির আয়োজিত হয়। উৎসাহ দিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক উমাপদ বাউরি, অতিরিক্ত জেলা পুলিশ সুপার পিনাকি দত্ত সহ পদস্থ আধিকারিকরা।