অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ এপ্রিল: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশ জুড়ে চলছে লকডাউন। আর এই লকডাউনের মাঝে রক্তের সংকট মেটাতে নয়াগ্রাম থানার উদ্যোগ রক্তদান শিবির অনুষ্ঠিত হলো।
রাজ্যজুড়ে লকডাউন কার্যকর করতে কখনও বা লাঠি হাতে, আবার কখনও রাস্তায় মাইক হাতে গান করতে দেখা যাচ্ছে পুলিশ কর্মীদের। ঠিক তেমনি অন্যদিকে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে নয়াগ্রাম থানার পুলিশের মানবিক দিকটিও ফুটে উঠেছে। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার উদ্যোগে এই সংকটের মুহূর্তে রক্তের সঙ্কট মেটাতে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় নয়াগ্রাম থানায়। নয়াগ্রাম হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের রক্তের যোগান শেষ হতে বসেছে। তাই নয়গ্রাম থানার উদ্যোগে ৩০ জন পুলিশ কর্মী রক্ত দান করেন। এর ফলে রক্তের ঘাটতি কিছুটা মিটবে বলে আশাবাদী নয়াগ্রাম হাসপাতাল কর্তৃপক্ষ।