সুশান্ত ঘোষ, বনগাঁ, ১৭ সেপ্টেম্বর: প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিন উপলক্ষে, বই বিতরণ, বস্ত্র বিতরণ ও রক্তদান শিবির করল বিজেপি। বৃহস্পতিবার গোটা উত্তর ২৪ পরগনা জুড়ে চলছে বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি।
এদিন গোপালনগর দক্ষিণ মণ্ডল সভাপতি হরি শঙ্কর সরকারের নেতৃত্বে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭০ তম জন্মদিন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সারধারণ সম্পাদক চন্দ্রকান্ত দাস, জেলার সহ সভাপতি রামপদ দাস সহ অন্যান্য নেতাকর্মীরা। সকাল থেকে বনগাঁর গোপালনগর নহাটা প্রাইমারি স্কুল ও গোপালনগর চৌবেরিয়া দ্বীনবন্ধু মিত্র স্কুলে আনুষ্ঠানিক ভাবে রক্তদান শিবির করেন। এদিন প্রায় ৭০ জনের বেশি মানুষ রক্তদান করেন।
এছাড়া গোপালনগর দিঘারিতে বস্ত্র দানের সঙ্গে দেওয়া হয় পড়ুয়াদের বই খাতা সহ পড়াশোনার সামগ্রী। বনগাঁ ২ নম্বর মণ্ডল ট্যাংরাকলোনিতে রক্তদান শিবির হয়। এখানে প্রায় ৭৮ জন রক্ত দান করেন বলে জনিয়েছেন কর্মীরা।