গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২৫ সেপ্টেম্বর: আরামবাগ বিজেপির পক্ষ থেকে খানাকুলে ২নং ব্লকের রাজহাটি সেনহাটের একটি লজে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ১০৫ তম জন্মদিন উপলক্ষ্যে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। এদিন১০৫ জন রক্ত দান করেন এবং ৭০০ জন দুঃস্থ মানুষকে খাবার প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মধুসূদন বাগ, বিকাশ দোলুই,শম্ভু মালিক, তুষার কর্মকার, সুনিত কুমার আরিন্দে, অরবিন্দ সমাজী। বিজেপি কর্মী সমর্থকরা ছাড়াও স্থানীয় মানুষের উৎসাহ ছিল এই রক্তদান শিবিরকে ঘিরে চোখে পড়ার মতো।