জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ আগস্ট:
করোনা আবহে হাসপাতালগুলোতে রক্তের সঙ্কট মেটাতে পশ্চিম মেদিনীপুরের বেলদার প্রয়াস নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষ্যে প্রতিষ্ঠানের সদস্যরা সোমবার একটি রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদান শিবিরে ৩০ জন রক্ত দান করেছে। এদিন দুপুরে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রথমে বেলদা এলাকার ভিক্ষুকদের খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়। তাদের এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।