আমাদের ভারত, হাওড়া, ১৪ জুন: থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের সাহায্যার্থে রক্তদান শিবিরের আয়োজন করল অধ্যাপক অরুণ দাশগুপ্ত স্মৃতি রক্ষা কমিটি। রবিবার বিকেলে অধ্যাপক অরুণ দাশগুপ্ত স্মৃতি ভবনে আয়োজিত এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন উলুবেড়িয়া পৌরসভার প্রশাসক অভয় দাস। এছাড়াও এদিনের এই অনুষ্ঠানে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এদিন রক্তদান শিবিরের আগে অধ্যাপক অরুণ দাশগুপ্তর মর্মর মূর্তিতে মাল্যদান করেন বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের এই রক্তদান শিবিরে সামাজিক দূরত্ব বজায় রেখে রক্তদাতারা রক্তদান করেন।
রক্তদান কর্মসূচি সম্পর্কে অধ্যাপক অরুণ দাশগুপ্ত স্মৃতি রক্ষা কমিটির বক্তব্য, লকডাউনের পাশাপাশি গ্রীষ্মকালীন রক্ত সংকটের কারণে চরম সমস্যার মুখে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা। আর এইসব রোগীদের পাশে দাঁড়াতেই আমাদের এই উদ্যোগ।