আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ আগস্ট: শনিবার শালবনিতে প্রশাসনের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী কোভিড মহামারীর সময় রক্ত সঙ্কট কাটাতে পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে এদিন শালবনী ব্লক স্পোর্টস আ্যসোসিয়েসনের সহযোগিতায় সরকারি কমিউনিটি হলে রক্তদান শিবিরের আয়োজন করে হয়।
এছাড়াও ব্লকের বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালন করা হয়। সব মিলিয়ে শতাধিক মানুষ এই রক্তদান শিবিরে উপস্থিত থেকে রক্ত দান করেন বলে শালবনি পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ি জানিয়েছেন।


