আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ এপ্রিল: লক ডাউনে রক্তের সঙ্কট মেটাতে রক্তদান করলেন ইসলামপুর জেলা পুলিশ সুপার শচীন মক্কার সহ ৭০ জন পুলিশ কর্মী। দেশজুড়ে চলছে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লক ডাউন। এই লক ডাউনে পুলিশ কখনও ব্যস্ত রাস্তা থেকে মানুষকে বাড়িতে ঢোকাতে, কখনও রেশন দোকানে বা বাজারে দিনভর ব্যস্ত থাকছে পুলিশ। এরই মধ্যে ফুটে উঠছে পুলিশের মানবিক মুখ। এই লক ডাউন চলাকালীন হাসপাতালগুলিতে রক্ত সঙ্কট মেটাতে এগিয়ে এল পুলিশ। ইসলামপুর মহকুমা হাসপাতালের রক্তের সঙ্কট মেটাতে হাসপাতালের ভেতরেই রক্তদান শিবিরের আয়োজন করল ইসলামপুর পুলিশ জেলার পুলিশ কর্মীরা। পুলিশ কর্মীরা নিজেরা রক্ত দিয়ে সমাজের এই ভয়াবহ পরিস্থিতির মোকাবিলার জন্য অগ্রণী হয়েছেন। ইসলামপুর পুলিশ জেলার ৭০ জন পুলিশ কর্মী এদিন রক্ত দান করলেন।
ইসলামপুর জেলা পুলিশ সুপার শচীন মক্কার জানিয়েছেন, পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি এই লক ডাউনে দিনরাত ব্যস্ত থাকতে হচ্ছে। এদিকে লক ডাউন থাকায় মানুষ বের হতে না পারায় হাসপাতালগুলোতে রক্তের সঙ্কট দেখা দিয়েছে। সেই রক্তের সঙ্কট মেটাতে আমরা পুলিশ কর্মীরা এগিয়ে এসেছি। সামাজিক দূরত্ব মেনেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এতেও রক্তের সংকট না মিটলে পরবর্তীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যুক্ত হয়ে আবারও শিবিরের আয়োজন করা হবে। এদিন নিজেও রক্ত দান করলেন ইসলামপুর জেলা পুলিশ সুপার শচীন মক্কার।