স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৫ আগস্ট: আজ ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নদিয়া জেলার গাংনাপুরে পুনর্মিলন উৎসব কমিটি গাংনাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং স্বেচ্ছাসেবী সংগঠন মহাকাশের যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। গাংনাপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই শিবির অনুষ্ঠিত হয়। গাংনাপুর এলাকার বিভিন্ন ক্লাব সংগঠন, বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ছাত্র থেকে শুরু করে এলাকার বিশিষ্ট ক্রীড়াবিদ সহ রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই অংশ নেয় এই মহতি প্রচেষ্টায়। সর্বমোট ৫৩ জন রক্তদান করেন।