জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ আগস্ট: রবিবার মেদিনীপুর শহরের স্বেচ্ছাসেবী সংস্থা সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই সংস্থাটি দীর্ঘদিন ধরে দুস্থ, অসহায় মেধাবী ও অবহেলিত মানুষদের নিয়ে কাজ করে আসছে। রক্তদানের মধ্য দিয়েই সংস্থাটির সূচনা
হয়েছিল। তাই আজ এই প্রতিষ্ঠা দিবসে প্রতিবছরের মতো এবারও রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

আজকের শিবিরে মোট ৫০ জন রক্ত দাতা রক্ত দান করেন। মহামারী কোভিড ভাইরাসের সতর্কতাঃ হিসেবে সরকারি নিয়ম বিধি মেনেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রমাপ্রসাদ গিরি, সমাজসেবী গোপাল সাহা, শান্তনু পন্ডা, পারমিতা সাউ, রীতা বেরা, পিন্টু সাউ, কৃষ্ণা বেরা, সুব্রত, অপর্না সহ সমস্ত সদস্য ও সদস্যারা।

