আমাদের ভারত, নদিয়া, ২০ অক্টোবর: করোনা পরিস্থিতিতে রক্তের সঙ্কট মেটাতে এগিয়ে এল নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কর্মীরা। মঙ্গলবার দুপুরে কৃষ্ণগঞ্জ ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। দুর্গাপুজোর চতুর্থীর দুপুরে এদিন কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কর্মী, সিভিক সহ স্থানীয় মানুষজন এই রক্তদান শিবিরে অংশ নেন। প্রায় পঞ্চাশ জন রক্তদাতা এই শিবিরের মাধ্যমে মানব সেবায় নিজেদের উৎসর্গ করলেন। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিআই নিহার রায়, ওসি রাজশেখর পাল, বিএমওএইচ স্বাতী কুন্ডু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।