আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ মে: নোবেল করোনা ভাইরাসের প্রভাবে রক্তের সঙ্কটে ভুগছে জেলার হাসপাতালগুলি। রক্ত সঙ্কটের কথা মাথায় রেখে শুক্রবার শরশঙ্কা বকুলতলা প্রগতি সংঘ ও দাঁতন মানব কেন্দ্রের যৌথ উদ্দ্যোগে খড়গপুর ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় সামাজিক দূরত্ব বজায় রেখে আয়জিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। শরশঙ্কা বিবেকানন্দ শিক্ষা কেন্দ্র আয়োজিত এই এই রক্তদান শিবিরে এদিন ৩২ জন রক্তদান করেন। রক্তদান শেষে ক্লাবের পক্ষ থেকে রক্তদাতাদের হাতে একটি করে লেবু গাছ তুলে দেওয়া হয়।