করোনা আবহে রক্তের চাহিদা মেটাতে দাসপুরে রক্তদান শিবিরের আয়োজন করল বিজেপি

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ নভেম্বর: করোনা সংক্রমণের জেরে দেশজুড়ে ব্যাপক পরিমাণে রক্তের চাহিদা দেখা দিয়েছে। তাই রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এল দাসপুর-১ ব্লকের বিজেপি দক্ষিণ মন্ডল। মঙ্গলবার দাসপুর-১ ব্লকের কলাইকুন্ডু প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির, প্রদীপ প্রজ্জ্বলন ও ভারত মাতার মূর্তিতে মাল্যদানের মাধ্যমে আজকের এই রক্তদান শিবিরের শুভ সূচনা হয়। এদিন মোট ২০০জন রক্তদাতা নিজেদের শরীরের মূল্যবান রক্ত দান করেন এই শিবিরে।

ঘাটাল মহকুমা ব্লাড ব্যাংকের তরফে সমস্ত রক্ত সংগ্রহ করা হয়েছে বলে জানা গিয়েছে। উপস্থিত ছিলেন বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি অন্তরা ভট্টাচার্য, সহ-সভাপতি অঞ্জন সেনগুপ্ত, সম্পাদক প্রশান্ত বেরা, দাসপুর বিধানসভার কনভেনর অলোক দিন্ডা। এছাড়াও উপস্থিত ছিলেন দাসপুর-১ ব্লক বিজেপি দক্ষিণ মন্ডল এর সহ-সভাপতি শম্ভুনাথ দোলই ও সমির প্রামাণিক, কুশল মন্ডল সহ আরও অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *