জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ অক্টোবর: পূর্ব মেদিনীপুরের সুতাহাটা ব্লক আইমা ইউনিটের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করে। রক্তদাতাদের হাতে ওই সংস্থার পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। জেলা জুড়ে থ্যালাসেমিয়া রোগী ও মুমূর্ষু রোগীদের রক্তের জোগান দিতে এই শিবিরের আয়োজন বলে জানায় সুতাহাটা ব্লকের আইমা ইউনিটের সম্পাদক সেক মুসিয়র রহমান। সেই সঙ্গে এলাকাবাসীর উদ্দেশ্যে করোনা সচেতনতা বার্তা দেওয়ার পাশাপাশি আগাম শুভ শারদীয়ার শুভেচ্ছা জানানো হয়।