আমাদের ভারত, আলিপুরদুয়ার, ১ এপ্রিল: একদিকে যখন লকডাউন কার্যকর করতে লাঠি হাতে পুলিশ কর্মীদের রাস্তায় দেখা যাচ্ছে ঠিক তেমনি অন্যদিকে রক্তদান শিবিরের মধ্যে দিয়ে আলিপুরদুয়ার জেলা পুলিশের মানবিক দিকটিও ফুটে উঠল। বুধবার আলিপুরদুয়ার জেলা পুলিশের উদ্যোগে এই সংকট জনক মুহুর্তে হাসপাতালে রক্তের সঙ্কট মেটাতে এক রক্তদানের আয়োজন করা হয়। পুলিশ কর্মীদের উৎসাহিত করতে জেলা পুলিশ লাইনের কর্তব্যরত পুলিশদের সাথে এদিন রক্তদান করলেন স্বয়ং জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি।
উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণের তান্ডবে দেশজুড়ে চলছে লকডাউন। বন্ধ হয়েছে বিভিন্ন রক্তদান শিবিরগুলো।স্বাভাবিকভাবেই জেলার ব্লাড ব্যাংকে রক্তের ভান্ডার তলানিতে এসে ঠেকেছে। জেলার এই রক্ত ভান্ডারের শূন্যস্থান পূরণ করতে এগিয়ে এল আলিপুরদুয়ার জেলা পুলিশ লাইনের কর্তব্যরত পুলিশ কর্মীরা। বুধবার বিকেল পাঁচটায় একটি বেসরকারি ভবনে জেলা পুলিশ লাইনের ৫০ জন পুলিশ কর্মী রক্তদান করলেন।
আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান,“পুলিশ কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সকলের প্রচেষ্টায় এই রক্তদান শিবির। মানুষের বিপদে পুলিশ কর্মীদের এই রক্তদান শিবির কাজে আসবে।”
অন্যদিকে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল সুপার চিন্ময় বর্মন জানিয়েছেন, “করোনার জেরে জেলা হাসপাতালে রক্তের ভান্ডার তলানিতে। হাসপাতালে ভর্তি রোগীদের প্রয়োজনীয় রক্ত দেওয়া যাচ্ছে না। পুলিশ কর্মীদের এই রক্তদান শিবিরের মধ্যে দিয়ে রক্তের ঘাটতি কিছুটা মিটবে।”