সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৬ সেপ্টেম্বর: যথাযোগ্য মর্যাদায় পালিত হলো পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। এই উপলক্ষে ইন্দপুর বনকাটা শ্রীদুর্গা উচ্চ বিদ্যালয়ে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। স্কুলের কন্যাশ্রী ক্লাবের সহযোগিতায় আয়োজিত শিবিরে উপস্থিত ছিলেন ইন্দপুরের বিডিও সুমন্ত ভৌমিক, ওসি মনোরঞ্জন নাগ, ইন্দপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিক কাজল দে, ইন্দপুর ব্লকের অনগ্রসর শ্রেণি কল্যাণ আধিকারিক গৌরহরি মণ্ডল-সহ এলাকার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা।

স্কুলের প্রধান শিক্ষক সুব্রত কুমার পণ্ডা ও সহশিক্ষক সুশান্ত কুমার মণ্ডল জানান, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে দিনটি স্মরণীয় করে রাখতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদানে এগিয়ে আসেন প্রাক্তন ছাত্র ছাত্রী, এলাকার স্থানীয় বাসিন্দা থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। শিবিরে ৯ জন মহিলা সহ মোট ৫২ জন রক্তদান করেছেন। শিবিরে রক্ত সংগ্রহ করেন ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড সেন্টারের কর্মীরা।


