পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৪ জুলাই: অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে বি. টেক পড়তে গিয়েছিল সৌরদীপ চৌধুরী। তার অকাল রহস্য মৃত্যু হয় ২৪ জুলাই, ২০২৩। সৌরদীপের বাবা ডা: সুদীপ চৌধুরী ও মা লেখিকা সুদীপা চৌধুরী একমাত্র পুত্রের স্মৃতিতে সৌরদীপ ফাউন্ডেশনের উদ্যোগে ও মেদিনীপুর কুইজ কেন্দ্রের সহযোগিতায় দ্বিতীয় প্রয়াণ দিবসে ইন-হাউস রক্ত অর্পণ দিবস পালন করেন। শিবিরে প্রায় সকলেই নবীন রক্ত যোদ্ধা সহ পিতা ও মাতা শোকার্ত হৃদয়ে রক্ত দিলেন। শিবিরে অনেক মহিলাও রক্ত দেন।
অনুষ্ঠানের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন, বিধায়ক সুজয় হাজরা, মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান, কাউন্সিলর সুসময় মুখার্জি, মেদিনীপুর সোশ্যাল ওয়েলফেয়ারের সম্পাদক নিত্যানন্দ পন্ডা, দাঁতন মানব কল্যাণের কর্ণধার শুভাশিস মাইকাপ, নাট্যকর্মী বিশ্বজিৎ কুন্ডু, সমাজ সেবক আব্দুল ওয়াহেদ, নির্মাল্য চক্রবর্তী, পিপলস ব্যাঙ্কের চেয়ারম্যান আশীষ চক্রবর্তী, সমাজ সেবক সুদীপ খাঁড়া, ডা: বাসুদেব চক্রবর্তী, মৃত্যুঞ্জয় সামন্ত, শিক্ষাবিদ আলপনা দেবনাথ, শিক্ষারত্ন সুজাতা সামন্ত, অমিত শাহু, শ্যামল দাস, ডা: প্রসূন পরিয়া, বিজ্ঞান মঞ্চের অভিজিৎ দাস এসেছিলেন। অসংখ্য সংস্থা ও গুণগ্রাহী ভাব গম্ভীর পরিবেশে বক্তব্য রাখেন মেদিনীপুর কলেজের উপাধ্যক্ষ ডা: ইন্দ্রনীল সেন ও মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের প্রফেসর ডা: রক্ষসী দাস। অনুষ্ঠান শেষে সকল রক্ত যোদ্ধা, ছাত্র-ছাত্রীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ডক্টর সুদীপ চৌধুরী