সমব‍্যথীর উদ‍্যোগে আয়োজিত রক্তদান শিবিরে রক্ত দিলেন ৬০ জন

আমাদের ভারত, মেদিনীপুর, ৮ নভেম্বর : করোনা আবহের মাঝেও রক্তদানে এগিয়ে এলেন ৬০ জন রক্তদাতা। বর্তমান কোভিড পরিস্থিতিতে ব্লাড ব্যাংকে রক্তের সংকট মেটাতে ও থ‍্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ালো স্বেচ্ছাসেবী সংগঠন সমব্যথী। বিশ্ব নবী দিবস উপলক্ষে সমব্যথীর উদ্যোগে এবং এভারগ্রীন ইয়ুথ ক্লাব ও ডিস্ট্রিক্ট ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির।

মেদিনীপুর শহরের সিপাইবাজার বড় আস্তানা এলাকায় আয়োজিত এই রক্তদান শিবিরে ৬০ জন রক্তদান করেন। কর্মসূচিতে সবাইকে স্বাগত জানিয়ে বর্তমান সময়ে রক্তদান কতটা জরুরী সেবিষয়ে বক্তব্য রাখেন রক্তদান শিবিরের মূল উদ‍্যোক্তা সমব‍্যথীর কর্ণাধার, রক্তদান আন্দোলনের কর্মী ফাকরুদ্দিন মল্লিক। শিবিরে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন সম্মানে ভূষিত ভাদুতলা হাইস্কুলের প্রধান শিক্ষক ড. অমিতেশ চৌধুরী, বিশিষ্ট লেখিকা ও সমাজকর্মী রোশেনারা খাঁন, মৌপাল হাইস্কুলের প্রধান শিক্ষক ড. প্রসূন কুমার পড়িয়া, কলাইমুড়ি হাইস্কুলের প্রধান শিক্ষক সুভাষ জানা, গড়সেনাপত‍্যা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্নেহাশীষ চৌধুরী, কুতুরিয়া জুনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাংশু দে, গোদাপিয়াসাল হাইস্কুলের পরিবেশপ্রেমী শিক্ষক সমাজসেবী মনিকাঞ্চন রায়, ব্লাড ডোনার্স ফোরামের সভাপতি অসীম ধর, ডিসিসিআই-এর কান্তা বসু, বাচিকশিল্পী মৈথিলী ঘোষ,সমাজসেবী গোপাল সাহা, জামশেদ আলী, শেখ ইসমাইল, সুনীতা রায়,কৃষ্ণা রায়,পারমিতা মন্ডল, অনিমেষ প্রামাণিক,কৌশিক কঁচ, আগন্তুক ঘোড়াই,ফারুক খাঁন প্রমুখ। ছিলেন সমব‍্যথীর অন্যান্য সদস্যবৃন্দ ও এভারগ্রীন ইয়ুথ ক্লাবের কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সমব্যথীর কান্ডারি ফাকরুদ্দিন মল্লিক জানান, তাঁদের এই ধরনের উদ্যোগ সারাবছর ধরে চলছে চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *