বিদ্যাসাগর দ্বিশত বর্ষ কমিটির উদ্যোগে কেশিয়াড়ির খাজরাতে রক্তদান শিবির

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ সেপ্টেম্বর: রক্তের চাহিদা মেটাতে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়াতে রক্তদান শিবির আয়োজিত হল কেশিয়াড়ি ব্লকের খাজরাতে। বিদ্যাসাগর দ্বিশত বর্ষ কমিটির উদ্যোগে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় এদিনের শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা রক্তদান করেন। বর্তমানে প্রবল রক্তের সংকটকালে রক্তের চাহিদা মেটাতে এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানান উদ্দোক্তারা। রক্তদাতাদের উৎসাহ দিতে পরিবেশ বাঁচানোর লক্ষ্যে প্রত্যেক রক্তদাতার হাতে ফলের চারাগাছ তুলে দেওয়া হয়।

সারাবছরই নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি, মনিষী স্মরণ সহ নানান কর্মসূচি নিয়ে থাকে এই সংস্থা। সমাজকল্যাণ মূলক কর্মসূচির আয়োজন হিসেবে এদিনের এই উদ্যোগ বলে জানান উদ্দোক্তারা। মানুষের পাশে থাকার বার্তা দিয়ে নানান সমাজকল্যাণ মূলক কাজে অংশ নেন সকলে। তারই ধারাবাহিকতায় এদিনের এই কর্মসূচি বলে জানানো হয়েছে। উপস্থিত ছিলেন শিবিরের উদ্বোধক ভবানীশঙ্কর গিরি, কেশিয়াড়ির বিডিও বিপ্লব দত্ত, কবি পরেশ বেরা, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ তারিণীকুমার শীট সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *