আমাদের ভারত, মেদিনীপুর, ১০ জানুয়ারি: বসন্তপুর মহাবীর মিলন মেলা উদযাপন কমিটি ও জয়গুরু স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে আজ মেলা প্রাঙ্গনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে মহিলা সহ ১০০ জন রক্তদাতা রক্তদান করেন। পরে উদ্যোক্তাদের পক্ষ থেকে রক্তদাতাদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা সুশান্ত পাল জানান, মেলা মানে শুধু বিনোদন নয়, পাশাপাশি সামাজিক কাজেরও অন্যতম মাধ্যম হিসেবে মানুষকে বার্তা দেওয়ার জন্য জন্য এই রক্তদান কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়াও এলাকার ৫০০ জন দুঃস্থকে শীতের সামগ্ৰী বিতরণ করা হয়।