Blood donation, Bankura, ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল মেটাতে বাঁকুড়া সদর থানায় রক্তদান শিবির

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৬ আগস্ট: ব্লাড ব্যাঙ্কে রক্তের আকাল মেটাতে এগিয়ে এলেন বাঁকুড়া থানার পুলিশ। বাঁকুড়া থানা পুলিশের উদ্যোগে আয়োজিত আজ এক রক্তদান শিবিরে ১৭৫ জন পুলিশ কর্মী, আধিকারিক, সাভিক ভলান্টিয়ার ও সাধারণ নাগরিক রক্তদান করেন।বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলকে উৎসাহিত করেন এবং সদর থানার এই উদ্যোগে এই শিবির আয়োজন করার জন্য থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ সমস্ত কর্মীদের অভিনন্দন জানান।

তিনি বলেন জেলাজুড়ে বিভিন্ন থানার উদ্যোগে উৎসর্গ প্রকল্পে রক্ত দান শিবিরের আয়োজন করা হয়। এই সময় ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব প্রকট হওয়ায় জেলা স্বাস্থ্য দপ্তরের অনুরোধে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

বাঁকুড়া থানার আই সি সুজয় তুঙ্গা জানান, শিবিরে পুলিশ ও মহিলা কর্মী সহ ১৭৫ জন রক্তদান করেছেন। এই শিবির সফল করার জন্য রক্তদাতাদের তিনি অভিনন্দন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *